
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি | রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
আলোচনা সভায় আল হুদা বালিকা ক্বওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওঃ আল আমিন বিন আমজাদ এর সঞ্চালনায়,সভাপতিত্ব করেন মরহুমের ছেলে আল হুদা বালিকা ক্বওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও নর্থপয়েন্ট আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ ইমাম আলী আল রেজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মরহুম সুফি সাহেব হুজুর (রহ:) এর মাদ্রাসার মুহতামিম মাওঃ আবু মুসা মোহাম্মদ, নর্থপয়েন্ট আইডিয়াল স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ আজমল হোসেন,সেলফ ওয়ে আইডিয়াল স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ সোলাইমান হোসেন,ফুলবাড়ী সর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাহাজুল ইসলাম,ফুলবাড়ী পৌর হাট ইজারাদার মোঃ মানিক মন্ডল,ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক মোঃ ফিজারুল ইসলাম ভুট্টু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ কার্যকারি সদস্য আল মামুন চৌধুরীসহ এস্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।২০১৪ সালের ৬ ফেব্রুয়ারী প্রায় ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন অধ্যাপক দবির উদ্দিন আহমেদ।মৃত্যুর সময় তিনি স্ত্রীসহ এক মেয়ে ও তিন ছেলে রেখে যান। তার বড় মেয়ে ডক্টারেট শাহানাজ আহমেদ বর্তমানে ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মরত রয়েছেন,বড় ছেলে মোঃ আলমগীর হোসেন ভবানীপুর বর্নমালা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক,ছোট ডাক্তার শাহরিয়ার আহমেদ ঢাকা কেয়ার মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ও মেজ ছেলে ইমাম আলী আল রেজা নর্থপয়েন্ট আইডিয়াল স্কুলের পরিচালক ও আল হুদা বালিকা ক্বওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক।
Posted ১১:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১
Desh24.news | Mollah Azad
.
.